Thursday, April 16, 2020

SEM VI (PROG) DSC-3A (Educational Technology) সম্ভাব্য অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি


SEMESTER-6
Sub- Education; Course- Programme (DSE-3A: Educational Technology) সম্ভাব্য অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১। শিক্ষায় ব্যবহৃত মাস মিডিয়ার (Mass Media) একটি উদাহরণ দাও।
২। শিক্ষা প্রযুক্তিবিদ্যার একটি ব্যবহার উল্লেখ কর।
৩। শিক্ষায় ব্যবহৃত একটি হার্ডওয়্যার প্রযুক্তির নমুনা হল-
(ক) অনু শিক্ষণ (খ) প্রোগ্রাম শিখন (গ) কম্পিউটার (ঘ) শিক্ষামূলক গেম (সঠিক উত্তরটি বেছে নাও)
৪। একটি অবাচনিক যোগাযোগের (Non-verbal Communication) উদাহরণ হল-
(ক) চিঠি (খ) ই-মেইল (গ) অঙ্গভঙ্গি (ঘ) বক্তৃতা (সঠিক উত্তরটি বেছে নাও)
৫। শ্রেণীকক্ষে যোগাযোগের ক্ষেত্রে একটি বাধার উল্লেখ কর।
৬। CAL-এর পূর্ণাঙ্গ রূপটি (Full Form) হল-…………………………………………
শিক্ষায় ব্যবহৃত একটি শ্রবন-ভিত্তিক (Audio-based) মাধ্যম হল-....................................।
৮। শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার শিখন অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে। (সত্য/মিথ্যা)
৯। শিক্ষায় ব্যবহৃত সফটওয়্যার প্রযুক্তিকে ম্যানেজমেন্ট প্রযুক্তিও বলা হয় (সত্য/মিথ্যা)
১০। কম্পিউটার-এর একটি ইনপুট এককের (Input Unit) নাম লেখ। 
১১। শিক্ষায় কম্পিউটার ব্যবহারের একটি অসুবিধার উল্লেখ কর।
১২। নিচের কোনটি শ্রেণীকক্ষে যোগাযোগের উপাদান নয়?
(ক) বার্তা (খ) প্রত্যাভিজ্ঞা (গ) আবহাওয়া (ঘ) মাধ্যম